ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী: নীলফামারীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে নীলফামারী জেলা কমিটির উদ্যোগে বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-উর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম বাবলা, যুগ্মআ‌হ্বায়ক এনাম আহমেদ ও পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।