ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

‘বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জানুয়ারি ২, ২০১৬
‘বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই’

ঢাকা: বর্তমান সরকারের অধীনে ভবিষ্যতে আর কোনো সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

শনিবার (২ জানুয়ারি) সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জেড আই মোস্তফা আলী মুকুল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর এক যুক্ত সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করা হয়।



বিবৃতিতে বলা হয়, নির্বাচনে ভোট কারচুপি করে জনগণের সঙ্গে তামাশা করেছে সরকার। তার প্রমাণ ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচন।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতিসংঘের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অন্যথায় গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান ভোটারবিহীন সরকারের পতন ঘটানো হবে।

বিরোধীদলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ বিরোধীদলকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।