ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাভারে বিজয়ের আনন্দ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সাভারে বিজয়ের আনন্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী ও নেতাকর্মীদের আনন্দে ভাসছে সাভার। এ নিয়ে চারদিকে চলছে আনন্দ মিছিল আর দোয়া প্রার্থনা।



শনিবার (০২ জানুয়ারি) সাভার ১নং ওয়ার্ডে দেখা গেলো এমনই এক বিজয় মিছিল। পরপর দু’বার নির্বাচিত কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাকে নিয়ে  বিজয় মিছিল করেন তার কর্মী-সমর্থকরা।

শীতের সকালে অনেকের ঘুম ভাঙে ব্যন্ড পার্টির বাজনার আওয়াজে। তার সঙ্গে মিছিলে মিছিলে মুখরিত গোটা এলাকা। জামসিং, ভাটপাড়া, নয়াবাড়ী, ওমরপুর, বক্তারপুর, বাড্ডা ভাটপাড়া, বেদেপাড়া, ছায়াবিথী, আঙ্গিনাসহ বিভিন্ন এলাকা ঘুরে নিজ কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।

গত ৩০ ডিসেম্বর-বুধবার অনুষ্ঠিত সাভার পৌরসভা নির্বাচনে সাভার ১নং ওয়ার্ড থেকে (পানির বোতল প্রতীক) বিপুল ভোটে জয় লাভ করেন কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।