ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ৫ জানুয়ারি আনন্দ মিছিল করবে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সিলেটে ৫ জানুয়ারি আনন্দ মিছিল করবে আ’লীগ

সিলেট: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ জানুয়ারি ) সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার (০৩ জানুয়ারি) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এ তথ্য জানান।



তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশ এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে।

এতে দলের অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।