ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাভারে দুর্বৃত্তের হামলায় শ্রমিক লীগ কর্মীসহ আহত ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সাভারে দুর্বৃত্তের হামলায় শ্রমিক লীগ কর্মীসহ আহত ৩

সাভার (ঢাক): পৃথক ঘটনায় দুর্বৃত্তের হামলায় সাভারে শ্রমিক লীগের দুই কর্মীসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দিনগত গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেট ও রেডিও কলোনির বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



জানা যায়, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের নর্বনির্বাচিত কমিশনার মিনাজ উদ্দিন মোল্লার সর্মথক রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে চাঁদা না দেওয়ায় সাভার উপজেলা শ্রমিক লীগের কর্মী শিপন ও শফিককে কুপিয়ে আহত করে দুর্বৃওরা। সাভার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েকদিন ধরে মোবাইল ফোনে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে তাদেরকে নিউ মার্কেটের সামনে একা পেয়ে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে নগদ ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তাদের অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় সাভার মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ০৪,২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।