ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রাজবাড়ীতে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা ছাত্রলীগ। পরে এ উপলক্ষে কেক কাটা হয়।



সোমবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় মঞ্চে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট কাজী রাকিবুল হোসেন শান্তনু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ- সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ রাজিব, সদর থানা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এরশাদ, সাধারণ সম্পাদক মিলন সেখ ও রাজবাড়ী সরকারি কলেজের এ জি এস জাহিদ হাসান শোভন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।