ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বাকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।



র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক. ড.মো. জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, শাখা ছাত্রলীগের নেতা  রুবেল মিয়া, আরিফ মাহমুদ, এস এম রায়হান, খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, ফয়সাল ইসলাম জয়, নাঈম হোসেন, ইনাম আহমেদ ও নূরে আলম তপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।