ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমাবর(০৪ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সরকারি বশ্বিবিদ্যালয় কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও কেক কেটে প্রতিষ্ঠাবাষির্কীর সূচনা করে জেলা ছাত্রলীগ।



এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মো. আজিম হোসেন প্রমুখ।

বিকেলে আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এদিকে, দুপুরে জেলার কমলনগর উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।

কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর্জা আশরাফুজ্জামান রাসেল প্রমুখ।

এছাড়া ও জেলা রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় পৃথক কর্মসূচি উদযাপন করেছে ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।