ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দিতে মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সারিয়াকান্দিতে মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে পৌরসভার আমতলী গ্রামবাসীর উদ্যোগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।



স্থানীয় ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শাহী সুমন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, ফুলবাড়ি গমির উদ্দিন বহুমূখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোকছেদুল আলম, সমাজসেবক মমতাজুর রহমান বাবলু, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর খাজা নাজিম উদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।