ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের নামে চাঁদা বন্ধে মাইকিং!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ছাত্রলীগের নামে চাঁদা বন্ধে মাইকিং!

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় মাইকিং করে ছাত্রলীগের নামে চাঁদা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।



প্রচারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মুক্তার বরাত দিয়ে সকল ব্যবসায়ীর অবগতির জন্য বিশেষ ঘোষণায় বলা হয়, কিছু কুচক্রীমহল ছাত্রলীগের নাম করে দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা আদায় করে থাকে। তাদেরকে চাঁদা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ কর‍া হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে এর সত্যতা নিশ্চিত করেন মাইনুল ইসলাম মুক্তার।

তিনি বলেন, 'কোনো মহলের জন্য বাঘায় ছাত্রলীগের নাম খারাপ হতে দেবো না। তাই কোনো উপাই না পেয়ে মাইকিংয়ের আশ্রয় নিয়েছি। '

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।