ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার (০৪ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে গুলশানে তার রাজনৈতিক কার্যালয় বৈঠকটি শুরু হয়েছে।



বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন বিএনপির সমাবেশের অনুমতি না পেলে দলের করণীয় বিকল্প কর্মসূচি ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে বৈঠকে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এজেড/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।