ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাবলুর বাবার মৃত্যুতে নোমানের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বাবলুর বাবার মৃত্যুতে নোমানের শোক

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলুর বাবা ডাক্তার আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বুধবার (৬ জানুয়ারি) একান্ত সচিব নুরুল আজিম হিরুর পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।



আবদুল্লাহ আল নোমান বলেন, ডাক্তার আবুল কাশেম ছিলেন আর্তমানবতার সেবায় নিয়োজিত একজন চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযশা চিকিৎসক ও সামাজসেবককে হারিয়েছি।

বিবৃতিতে ডা. কাশেমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন নোমান।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।