ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সিলেটে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

সিলেট: জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সিলেটে হরতাল বিরোধী মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।

বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর মদিনা মার্কেট থেকে মিছিলটি বের করা হয়।



মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঠানটুলা পয়েন্টে এসে পথসভা করে। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগ নেতা রানা আহমদ শিপলু।

ছাত্রলীগ নেতা শাফায়েত খানের পরিচালনায় পথসভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ও জামায়াত অনেকবার যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করেছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি।
 
বক্তারা আরও বলেন, দেশবাসী বিচার চায়। এটা বুঝতে পেরে ফাঁসির রায়ের পরও তারা নিশ্চুপ রয়েছে।

পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, সুমন আহমদ, ফয়জুর রহমান ফয়েজ, সেলিম আহমদ, কয়েছ আহমদ বাবুল আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা শাহ আলী আহমদ, ময়নুল ইসলাম, ফয়ছল আমিন, আরিফ আহমদ, রিয়াদ মজুমদার, সুশান্ত তালুকদার, পারভেজ আহমদ, জিপন রায়, আজহারুল ইসলাম, রাসেল আহমদ ও রিহাদ আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩০ঘন্টা, জানুয়ারী ০৬, ২০১৬
এনইউ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।