ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ২৮ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
গাইবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ২৮ জন কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীসহ গ্রেফতারকৃত ২৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে সাঘাটা উপজেলার শিবির সভাপতি আপেল মিয়াসহ (২৩) বিএনপি-জামায়াতের আট নেতাকর্মী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।