ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশ ফাঁপা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
দেশ ফাঁপা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে

ঢাকা: দেশ ফাঁপা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



‘দেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আরও বলেন, কোনো গাল-গল্পের প্রয়োজন নেই। একটি সূচক তুলে ধরে আমার বক্তব্যকে (দেশ ফাঁপা অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে) আমি সমর্থন করতে চাই।

তিনি বলেন, বিএনপি সরকারের শেষ অর্থ বছরে জিডিপি (দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। বর্তমান সরকার অনেক ফুলিয়ে-ফাঁপিয়ে বলার চেষ্টা করেও ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি দেখাতে পারেনি। যদিও তাদের এই পরিসংখ্যান বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), আইএমএফ বার বার কনটেস্ট করেছে।

সরকার ২০০৯ সালের পর থেকে ১০, ২০ অথবা ৩০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিয়ে রাজধানীতে প্রসাধনীর প্রলেপ দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণে আমরা প্রাক্কলন ব্যয় ধরেছিলাম ৩ শ’ কোটি টাকা। আজ চারগুণ বাড়িয়ে সেই প্রকল্পে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১২ শ’ কোটি টাকা।

দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করার পর নিজেদের অর্থে পদ্ম-সেতু করার ঘোষণা দিয়ে সাধারণ জনগণের পকেট কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. মঈন খান বলেন, আমরা পদ্মসেতুর প্রাক্কলন ব্যয় ধরেছিলাম ১০ হাজার কোটি টাকা। এখন সেই পদ্মাসেতুর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এই কাজ যখন শেষ হবে, তখন এর ব্যয় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকায় দাঁড়াবে। বর্ধিত ব্যয় সাধারণ মানুষের পকেট কেটেই সংকুলান করতে হবে সরকারকে।

গত কয়েক বছরে দেশে ১ ডলারও বিদেশি বিনিয়োগ হয়নি দাবি করে তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তার অভাবে গত কয়েক বছর বাংলাদেশে ১ ডলারও বিদেশি বিনিয়োগ হয়নি। এমনকি দেশি বিনিয়োগকারীরাও দেশে কোনো বিনিয়োগ করছে না। বরং হাতে জমানো টাকা তারা বিদেশে পাচার করছে। সব টাকা জমা হচ্ছে সুইচ ব্যাংকে।

সুতরাং দেশ উন্নয়নের মহাসড়কে গিয়েছে কি না জানি না। তবে অর্থনৈতিক লুটপাটের মহাসড়কে গিয়েছে বাংলাদেশ- বলেন ড. আব্দুল মঈন খান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান, সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬ আপডেট সময়: ঘণ্টা.
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।