ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরিষাবাড়ীতে ৪ পৌর কাউন্সিলরের আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সরিষাবাড়ীতে ৪ পৌর কাউন্সিলরের আ’লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার নবনির্বাচিত চার কাউন্সিলরসহ বিএনপি ও জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

আওয়ামী লীগে যোগদানকৃত কাউন্সিলররা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাধারণ কাউন্সিলর সোহেল রানা, ৩নং ওয়ার্ডের নুরুল ইসলাম শেখ, ৮নং ওয়ার্ডের লিপন মন্ডল ও ৬নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর মোহাম্মদ আলী।



শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. হারুন অর রশিদ, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. এনামুল হক খান, সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, সরিষাবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. রোকনুজ্জামান রোকন প্রমুখ।

উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা দলটিতে যোগদানকারীদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেন।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।