ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারকে আবারো আলোচনায় বসার তাগিদ ফখরুলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সরকারকে আবারো আলোচনায় বসার তাগিদ ফখরুলের ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠায়’ আলোচনা করার জন্য সরকারকে আবারো তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, যদি গণতন্ত্র ফিরিয়ে না আনেন, তাহলে যে অবস্থার সৃষ্টি হবে তা থেকে আপনারাও রেহাই পাবেন না।

ফখরুল বলেন, আজকে এই সরকারের কোনো বৈধতা নেই, তারপরও তারা স্বৈরশাসক হিসেবে জনগণের উপর চেপে বসেছে।

তিনি আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম, তার একটাই উদ্দেশ্য ছিল, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু এই সরকার জনগণের সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।

এ সরকারের যে নৈতিকতা ও বৈধতার সমস্যা দেখা দিয়েছে তা দেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি দেখলে বোঝা যায়। তারা মুখে উন্নয়নের কথা বলে দেশের সব টাকা লুণ্ঠন করছে। গত বছর ৭৭ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

তিনি বলেন, জনগণের মধ্যে আজ হাহাকার। তেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।

দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে যুব ও তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ফখরুল।

পুলিশের হাতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রসঙ্গে ফখরুল বলেন, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণতি হয়েছে। এজন্য তারা গর্ব করে বলে, ‘মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।