ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মনিরুলকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ফখরুলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
মনিরুলকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের - ফাইল ফটো

ঢাকা: নড়াইলের সদর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



মির্জা ফখরুল বলেন, সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের অংশ হিসেবেই নড়াইল জেলার সদর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এধরনের ঘটনায় নিন্দা জানিয়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকরা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।