ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের বর্ধিত সভা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সিলেটে ছাত্রলীগের বর্ধিত সভা চলছে

সিলেট: সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত চলছে। শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট জেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।



ইতোমধ্যে সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

শনিবার বেলা ২টার দিকে তারা বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা বিমানবন্দরে সোহাগ-জাকিরকে শুভেচ্ছা জানান।

বেলা ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত শেষে বর্ধিত সভায় যোগ দেন ছাত্রলীগের এ দুই নেতা।
 
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন- সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম চৌধুরী সামাদ।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেটে আসবেন। ওইদিন বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।