ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়া পরাজিত হবেন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়া পরাজিত হবেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির নেত্রী খালেদা জিয়া পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারোগারহাট জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, খালেদা জিয়া আওয়ামী লীগের কাছে বার বার পরাজিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবিই এর উৎকৃষ্ট প্রমাণ। জনগন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল বুঝতে পেরেছে। আগামী ইউপি নির্বাচন, এমনকি ২০১৯ এর সংসদ নির্বাচনেও বিএনপি নেত্রী পরাজিত হবেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তপন ধরের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহিন কাকলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।