ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রামগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রামগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: নাশকতার মামলায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  
 
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ পৌর শহরের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
যুবদল নেতা আবদুস সাত্তার রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম মজুমদারের ছেলে।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।  
 
ভোটকেন্দ্রে ভাঙচুর-অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।