ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

রাবি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, সহ সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।



শনিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাতে কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মাস্টার্সের ছাত্র।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমজেড

** প্রতিপক্ষের হামলায় রাবি ছাত্রলীগের ২ কর্মী আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।