ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিমানযোগে রওনা হয়ে প্রথমে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তিনি।



সেখানে সৈয়দপুর পৌর বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
 
পরে বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসবেন। সন্ধায় ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে পৌর বিএনপি আয়োজিত নির্বাচন পরবর্তী সভায় যোগ দেবেন মির্জা ফখরুল।
 
পরদিন শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল। শনিবার সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন তিনি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মামুন অর রশিদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।