ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে শিবিরের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বরিশালে শিবিরের ২ কর্মী আটক

বরিশাল: বরিশাল নগরীর রুপাতলী থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।



 দুই শিবির কর্মী হলেন- মো. কামরুল ইসলাম ও খান মো. সাইফুল্লাহ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, বুধবার গভীর রাতে শিবির কর্মীরা প্রাইভেটকারে নগরীতে ঘুরছিলেন। রুপাতলী এলাকায় টহলরত পুলিশের সন্দেহ হলে তাদের গাড়ি থামালে আরাফাত হোসেন নামে একজন পালিয়ে যান। আটক করা হয় গাড়িতে থাকা দুইজনকে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।