ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দুই গ্রুপ আলাদাভাবে মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে দলটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এক গ্রুপ লাল পতাকা মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলটির একাংশের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রনেতা দিলরুবা নূরী, শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, মাসুকুর রহমান, পলাশ বর্মন, ওসমান গণি মুন, শুভ কুমার, মুক্তা আক্তার মিম প্রমুখ বক্তব্য রাখেন।
 
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অপর একটি গ্রুপ শহরের সাতমাথা এলাকায় একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

পরে দলটির অন্য অংশের জেলা শাখার সভাপতি শীতল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাসদের জেলা শাখার সমন্বয়ক সামসুল আলম দুলু, ছাত্রনেতা আমিনুল ইসলাম, বনানী রায় ববি, নওশীন মোস্তারী সাথী, আনন্দ কুমারসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।