ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র আজ সঙ্কটে আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
‘গণতন্ত্র আজ সঙ্কটে আছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতন্ত্র সঙ্কটের মধ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ছোট হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‌‌বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও সমকালীন রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, পুলিশের দায়িত্ব হলো জনগণের সেবা করা। কিন্তু তারা আজ কর্তৃত্ববাদী আচরণ করছে। এটা তো তাদের কাজ নয়। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তাদের কাজ।

মাহবুবুর রহমান বলেন, দেশে আজ কারও নিরাপত্তা নেই। গোট দেশ আজ দুর্নীতিগ্রস্ত। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের মাঝে কোনো বিরোধ ছিলো না। কিন্তু যারা দেশে শান্তি চায় না, তারাই তাদের নিয়ে বির্তক তৈরি করছে। গণতন্ত্রের সঙ্কট থেকেই এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ড. আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
একে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।