ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেবিদ্বারে হামলায় আ.লীগের ৮ নেতাকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
দেবিদ্বারে হামলায় আ.লীগের ৮ নেতাকর্মী আহত

কুমিল্লা: কুমিল্লায় দেবিদ্বারে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রাজী ফখরুল মুন্সির (আওয়ামী লীগপন্থী) নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

হামলায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন মাহমুদ গ্রুপের ৮ জন আহত হন।

এদের মধ্যে উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মিজানুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সদস্য পারভেজের পরিচয় জানা গেছে।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ভিপি কামাল বাংলানিউজকে জানান, সকালে তারা  চান্দিনা মহিলা কলেজে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় যাচ্ছিলেন। পথে বাগুড় এলাকায় এমপি রাজী ফখরুল মুন্সির নেতাকর্মীরা তাদের সম্মেলনে যেতে বাধা দেন ও মারধর করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।