ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বড়াইগ্রামে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু রায়হানের ( ৪২ ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি এলাকা থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত আবু রায়হান আসন্ন মাঝগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী ছিলেন।

তার বাড়ি বড়াইগ্রামের কামরদহ গ্রামে। তিনি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এশারত আলীর ভাতিজা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি এলাকায় স্থানীয় একটি আম বাগানে গাছের ডালের সঙ্গে আবু রায়হানের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।