ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক

সরকারের গণবিচ্ছিন্নতাকে ঠেকানোর চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সরকারের গণবিচ্ছিন্নতাকে ঠেকানোর চেষ্টা চলছে রুহুল কবীর রিজভী / ফাইল ফটো

রাজশাহী: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক বিএনপি তোলেনি। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের মুরগি সরবরাহ করেছিলো, তারাই এ বিতর্ক তুলে সরকারের গণবিচ্ছিন্নতাকে ঠেকানোর চেষ্টা করছে।



রোববার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক করেননি, প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে। আর এই ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে। দীর্ঘদিন ধরে এ বিতর্ক চলছে, আগামীতেও যুগ যুগ ধরে চলবে।

এ সরকার বাকশালের গুটিপোকা, এখান থেকে কখনোই গণতন্ত্রের প্রজাপতি বের হবে না, উল্লেখ করেন বিএনপির এ নেতা।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির অনেক নেতা একাধিক পদে রয়েছেন। এ কারণে তৃণমূলে নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য যারা কেন্দ্রীয় নেতৃত্বে থাকবেন তারা জেলা বা মহানগরের পদে থাকবেন কী না সে বিষয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে। আগামী জাতীয় সম্মেলনে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি এই সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। কিন্তু গণতন্ত্রের স্বার্থে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ ও সৈয়দ শাহিন শওকত, চারঘাট পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা বিএনপির নেতা মতিউর রহমান মন্টু ও গোলাম মোস্তফা মামুন এবং জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।