ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মদন মোহন কলেজে ছুরিকাঘাতে ২ ছাত্রলীগ কর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মদন মোহন কলেজে ছুরিকাঘাতে ২ ছাত্রলীগ কর্মী আহত

সিলেট: সিলেট মদন মোহন কলেজে দলীয় কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- কলেজে মাস্টার্স পড়–য়া সত্যজিত দাস (২৮) ও একই কলেজের শিক্ষার্থী রাকিন আহমদ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী গঠিত বিষয় নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নানের ভাই রাকিন তার বোনেক নিয়ে ছুরি হাতে কলেজ ক্যাম্পাসে ঢোকেন। এসময় আওয়ামী লীগ নেতা বিধান সাহা গ্রুপের কর্মী ও মদন মোহন কলেজ পূঁজা উদযাপন কমিটির সভাপতি সত্যজিতকে ছুরিকাঘাত করে রাকিন। ছুরিকাঘাতে তার নাড়ি-ভূড়ি বেরিয়ে যায়।

এসময় হামলাকারী রাকিনকে ধরে মারপিঠ ও ছুরিকাঘাত করে সত্যজিতের পক্ষের ছাত্রলীগ কর্মীরা। আহতদের দু’জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সত্যজিতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র দাস বলেন, হতাহতরা সবা‌ই ছাত্রলীগের কর্মী। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬/আপডেট ১৪২৭ ঘণ্টা
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।