ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপিতে ভয় রোগ ছড়িয়ে পড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিএনপিতে ভয় রোগ ছড়িয়ে পড়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: বিএনপিতে ভয় রোগ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলায় খোকশাঘাট সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) এখন নিজেদের অস্তিত্ত্ব সম্পর্কে নিজেরাই সন্দিহান হয়ে পড়েছে। অস্তিত্ত্ব সংকট,  দলের ক্ষতি আর হুমকির জন্য বিএনপিই দায়ী।

পরমাণু বোমা ছাড়া আর্থ-সামাজিক দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে দাবি করে তিনি বলেন, হঠাৎ করে একটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যায় না।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।