ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারী জাসদের সভাপতি আজিজুল, সম্পাদক জাবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
নীলফামারী জাসদের সভাপতি আজিজুল, সম্পাদক জাবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নীলফামারী জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন জাবির আখতার।

এছাড়া দুই বছরের জন্য গঠিত কমিটিতে সামসুজ্জোহা নাইসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।



শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৬৬ সদস্যবিশিষ্ট জাসদ জেলা কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি।

জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অধ্যাপক এমরান আল-আমিন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম মুকুল, উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিক উদ দৌলা চাঁন, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান কুসুম, জলঢাকা উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু বক্তব্য রাখেন।

সম্মেলন শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।