ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর শহরের গরুহাটি এলাকায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, আমরা চেতনা কারো কাছে বিক্রি করি নাই। কাজেই যে দেশ এতো রক্ত দিয়ে চড়ামূল্যে সৃষ্টি করেছি তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি দাবি করেন, খালেদা জিয়া ক্ষমতায় আসলে বাংলাদেশের নাম পরিবর্তন করে পাকিস্তান করবেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, মুক্তিযোদ্ধা কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহাম্মেদ, জেলা প্রশাসক এম এ পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ।

অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।