ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সিলেটে বিএনপির সম্মেলন শুরু

সিলেট: সিলেট পুলিশি নিরাপত্তা বেষ্টানীতে জেলা ও মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়েছে।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।



নগরীর দরগাহ গেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে দিনব্যাপী সম্মেলনে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

দিনব্যাপী ২ পর্বের সম্মেলনে  ১৩২ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

এদিকে, সম্মেলনকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। নগরীর দরগা গেট সংলগ্ন আশপাশ এলাকাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতোয়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

তিনি বলেন, কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এনইউ/বিএস

** গঠনতন্ত্রের পাঁচগুণ সদস্য নিয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।