ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
গাইবান্ধায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩৮ ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে ছাত্রদলের এক নেতাসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।



এদের মধ্যে পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া (২৫) রয়েছেন। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের ইউনুছ আলীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।