ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারাব পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
তারাব পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দায়িত্ব গ্রহণ শেষে পৌর মিলনায়তনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়।



পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা।

এতে বক্তব্যে রাখেন, স্থানীয় সরকার অধিদপ্তরের জেলা উপপরিচালক ইসরাত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, তারাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. শওকত আলী প্রমুখ।

দায়িত্ব গ্রহণকারী নির্বাচিত মেয়র হাসিনা গাজী বলেন, তারাব পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।