ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন করবে ১৪ দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
রাজধানীতে ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন করবে ১৪ দল

ঢাকা: সারা ঢাকা শহরে আগামী ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন ও র‍্যালি করবে ১৪ দল।

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিষয়টি জানান।



এর আগে, একই জায়গায় এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীতে মানববন্ধন করবে ১৪ দল।

তিনি বলেন, খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটাক্ষ করেছেন, নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান যে বক্তব্য দিয়েছে তা হস্তক্ষেপের সামিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসকে/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।