ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-ছাত্রদলের ৪ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সিরাজগঞ্জে বিএনপি-ছাত্রদলের ৪ নেতা কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবুসহ বিএনপি ও ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  
 
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলম জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
এর আগে, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিনে আবেদন করেন তারা।  
 
কারাগারে পাঠানো নেতারা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সেলিম ভুইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাহমুদ পলাশ এবং কাওয়াখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা।
 
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।