ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাইকোর্টে জামিন চান আনোয়ার-আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
হাইকোর্টে জামিন চান আনোয়ার-আব্বাস এম কে আনোয়ার ও মির্জা আব্বাস

ঢাকা: পৃথক ছয় মামলায় হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম কে আনোয়ার ও মির্জা আব্বাস।

রোববার (০৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সগির হোসেন লিয়ন।



এর মধ্যে নাশকতার ৩ মামলায় এমকে আনোয়ার এবং মির্জা আব্বাস দুর্নীতির একটি ও নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেছেন।

এমকে আনোয়ার

২০১৫ সালের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় নাশকতার দুই মামলা দায়ের করা হয়।

এ দুই মামলায় বিচারিক আদালতে জামিনের আবেদন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন এমকে আনোয়ার।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন।

মির্জা আব্বাস
মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এছাড়া পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ২ মামলাসহ তিন মামলায় এ জামিনের আবেদন জানিয়েছেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের মাঝে যে সকল প্লট বরাদ্দ দিয়েছেন তাতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯শ’ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করে দুদক।

এ মামলাসহ নাশকতার অপর ২ মামলায় তিনি গত ০৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ার পর উচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

মির্জা আব্বাস বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।