ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপা নেতা দেলোয়ার হোসেন অসুস্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জাপা নেতা দেলোয়ার হোসেন অসুস্থ

ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর আল কারিম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) তার পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে তার শরীরে নিউমোনিয়া ধরা পড়েছে। তার বুকে প্রচুর কফ জমে যাওয়ায় ও প্রচণ্ড কাশি হচ্ছে বলে জানিয়েছেন বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসান।

অধ্যাপক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছেন। গত বছরের ২২ অক্টোবর আমেরিকায় উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। রোগ মুক্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।