ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনী জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ফেনী জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন

ফেনী: ফেনী জেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি অনুমোদনের জন্য পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সুপারিশের পরিপ্রেক্ষিতে জাপা চেয়ারম্যান এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
 
জাপা চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ারকে আহ্বায়ক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সদস্য সচিব না রেখে সকলকে সদস্য পদের মর্যাদা দেওয়া হয়েছে।
 
সদস্যদের মধ্যে রয়েছেন - জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, মহিলা পার্টির সাবেক সভাপতি মিসেস নাজমা আকতার, কুতুবুদ্দিন হায়দার, নুরুল আফসার বাচ্চু, আবু তাহের মিয়াজী, মিজান শাহ আলম, মোতাহার হোসেন চৌধুরী রাশেদ প্রমুখ।  
 
অনুমোদিত কমিটির সদস্যদের জেলার বিভিন্ন উপজেলার সম্মেলন সমাপ্ত করে দ্রুত জেলা সম্মেলন আয়োজনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জাপা চেয়ারম্যান।  
 
এর আগে, ২০১৫ সালের ২৩ নভেম্বর জেলার পরশুরাম উপজেলায় যুবলীগের একটি সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম দলের জেলা কমিটির নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এতে জেলায় জাপার কমিটি বিলীন হয়ে যায়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।