ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ বিএনপির সম্মেলন মঙ্গলবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ঝিনাইদহ বিএনপির সম্মেলন মঙ্গলবার

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারি)। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে।



মঙ্গলবার (৯ ফেব্রুযারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহ স্থানীয় প্রিয়া সিনেমা হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম-মহাসচিব মো. শাহ্জাহান। এছাড়াও জাতীয় ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মসিউর রহমান।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার(০৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ আসবেন। রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।