ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘সুষ্ঠু ও নিরপেক্ষ যে কোনো নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
‘সুষ্ঠু ও নিরপেক্ষ যে কোনো নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সুষ্ঠু ও নিরপেক্ষ যে কোনো নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ও বিভক্তি ভুলে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।



সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট নুরুল হক দ্বিতীয়বারের মতো জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গৌরীপুর উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, সাবেক ছাত্র নেতা গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম মিতুল, বিএনপি নেতা মোখলেছুর রহমান খান পাঠান, শামসুদ্দিন আহাম্মদ, রফিকুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লু মিয়া, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জয়নাল আবেদিন খোকন, আব্দুস সালাম, উত্তর জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান কবির হীরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।