ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কক্ষ ছেড়ে না দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুকে লাঞ্ছিত করেছে হলের ছাত্রলীগ কর্মীরা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের দ্রুত বিচার এবং নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জুবায়ের টিপু।

রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু হলের ২৩৪ রুমে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জুবায়ের টিপু বলেন, রোববার দিবাগত রাতে ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আহমেদ (প্রাণিবিদ্যা বিভাগ, ৪২তম ব্যাচ), ইয়াছিন আহমেদ (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ), দীপেন্দ্র বিশ্বাস দীপ (গণিত বিভাগ, ৪২তম ব্যাচ), নাজমুল হাসান (গণিত বিভাগ, ৪২তম ব্যাচ), তৌফিক (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ), শিহাব উদ্দিন (দর্শন বিভাগ, ৪২তম ব্যাচ) ও রনি (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪২মত ব্যাচ) সহ ১০/১২জন ছাত্রলীগ কর্মী রুমে এসে ১ দিনের মধ্যে রুম ছেড়ে দিতে বলে।

পরের দিন আবার রুমে এসে রুম খালি করার নির্দেশ দেয়। রুম ছাড়তে অস্বীকৃতি জানানো হলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং রুম থেকে মেরে বের করে দেওয়ার হুমকি দেয়। এ পর্যায়ে তারা গায়ে হাত তোলে ও রুমের জিনিসপত্র তোলপাড় করে রুম থেকে বের করে দিতে উদ্যত হয়। পরবর্তীতে তারা ৩০ মিনিট সময় বেঁধে দেয় এবং এই সময়ের মধ্যে রুম ছেড়ে না দিলে মেরে ফেলার হুমকি দেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর বলেন, অবৈধ ছাত্রদের হল ছাড়া করতে তাদের সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু বৈধ ছাত্রদের রুম থেকে বের করে দেওয়ার কথা বলা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগ হাতে পাওয়ার পর তা হল প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। যেহেতু বিষয়টি হলে ঘটেছে তা হল প্রশাসনই দেখবে।

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক এক যৌথ বিবৃতিতে জোটের সভাপতিসহ অন্যান্য ছাত্রদের উপর ছাত্রলীগ কর্মীদের নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন।

এছাড়া সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাত রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।