ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের উপর চেপে বসেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের উপর চেপে বসেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের উপর চেপে বসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



তিনি আরও বলেন, এ সরকার দেশের জনগণের উপর আইন কানুন ও শাসন চাপিয়ে দিচ্ছে যে কারণে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

মির্জা ফকরুল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এমনভাবে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে তাতে গোটা দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে। তিনি গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের যুগ্ম-মহাসচিব শাহজাহান, নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।