ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ পৌরসভা মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সিরাজগঞ্জ পৌরসভা মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকারের উপ পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম প্রমুখ।
 
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা পৌরসভাকে নতুনভাবে সাজাতে সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সির ও সংরক্ষিত নারী কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী নেতারা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।