ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোটচাঁদপুরে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
কোটচাঁদপুরে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াত-বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।



আটক নেতাকর্মীরা হলেন-উপজেলার ওই গ্রামের এজাহার আলী বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ও সিরাজুল ইসলাম এবং একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ও সিরাজুল ইসলাম।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, নাশকত‍ায় জড়িত এবং মদদ দেওয়ার অভিযোগে ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

থানায় জিজ্ঞাস‍াবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।