ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

টুঙ্গীপাড়ায় ৫ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
টুঙ্গীপাড়ায় ৫ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।



উপজেলা নির্বাচন অফিস জানায়, আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা এবং মেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় কর্মী-সমর্থকরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ভীড় করেন।

প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।