ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তালায় ১২ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
তালায় ১২ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

তালা (সাতক্ষীরা): প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নে ৭২ জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে স্ব স্ব ইউনিয়নের রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা।



চেয়ারম্যান পদে মোট ৭২টি মনোনয়ন জমা পড়েছে। এরমধ্যে ধানদিয়া ইউপিতে ৬ জন, নগরঘাটায় ৩, সরুলিয়ায় ১১, কুমিরায় ৫, তেঁতুলিয়ায় ৬, মাগুরায় ৬, ইসলামকাটিতে ৮, জালালপুরে ৫, খলিষখালীতে ৫, খেশরায় ৭, তালা সদরে ৫ ও খলিলনগর ইউপিতে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
 
আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ। এসব  ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।

এদিকে, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিজ্ঞা বাংলানিউজকে বলেন, কোনো বিশৃঙ্খলা  ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।