ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে খালেদার আবেদন খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে খালেদার আবেদন খারিজ খালেদা জিয়া

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

 

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে ফের নতুন সাক্ষ্যগ্রহণের জন্য গত বছরের ১৪ জুন হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেছিলেন খালেদা জিয়া।

হাইকোর্টে এ আবেদন ২৯ জুন খারিজের পর আপিলে যান খালেদা জিয়া। রোববার এ আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ।   

‘আদালত আবেদন খারিজ করে দেওয়ায় বাদীর জবানবন্দি যেভাবে ছিল সেভাবে থাকবে।   বিচারিক আদালতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩ মার্চ দিন ঠিক করা আছে,’ যোগ করেন তিনি।  

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক।
এ মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ৬জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।